কয়রায় তক্ষক সাপ সুন্দরবনে অবমুক্ত

এখন সময়: শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৮:২৩:২২ এম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় বনকর্মীরা তক্ষক সাপ উদ্ধার করে তা সুন্দরবনে অবমুক্ত করেছে।

বন বিভাগ জানায়, শনিবার দুপুরে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বড় আংটিহারা এলাকার ইউপি সদস্য আ. সালামের বাড়ির পাশে স্থানীয়রা একটি গাছে তক্ষক সাপ দেখতে পায়। পরে বিষয়টি বনবিভাগকে জানায়। সুন্দরবনের খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা তক্ষক সাপটি উদ্ধার করে। উদ্ধারের পর স্থানীয়দের উপস্থিতিতে খাশিটানা বন টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের ধারণা একটি সংঘবদ্ধ পাচারকারীরা তক্ষক সাপটি বিক্রি করার জন্য কারোর বাড়িতে লুকিয়ে রাখে। সেখান থেকে তক্ষক সাপটি যেভাবে হোক বের হয়ে গাছে উঠে আসে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।