কয়রায় বাঘ সংরক্ষণে গণসচেতনতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এখন সময়: শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৫:০২:৫০ এম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের বাঘ সংরক্ষণে গণসচেতনতা কার্যক্রম উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে কাশিয়াবাদ স্টেশন কার্যালয়ে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে ও বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল্যাহ আল মাহমুদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, প্রতাপ স্বরনী মাধ্যমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক মাওলানা রোকনুজ্জামান, আঃ রহিম, বনকর্মী আব্দুর নুর, শিক্ষার্থী রাজু, সাবিনা আক্তার প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রতাপ স্বরনী মাধ্যমিক বিদ্যালয়ের ১ শ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।