রূপসায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আব্দুস সালাম মূর্শেদীর

এখন সময়: বুধবার, ১ মে , ২০২৪, ০৮:৩৪:২১ পিএম

 

রূপসা প্রতিনিধি: সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজের সুস্থদেহ ও মস্তিষ্কের বিকাশ ঘটে। খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজ  মাদকের করাল গ্রাস থেকে মুক্তিপায়। এ কারণে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি কোনায় কোনায় খেলাধুলার পরিবেশ সৃষ্টির জন্য খেলার মাঠ এবং ক্রীড়া উপকরণ বিতরণ করে খেলাধুলার পরিবেশ সমুন্নত করেছেন। তিনি রোববার চতুর্থ অধ্যক্ষ আলমগীর কবীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রূপসা উপজেলার কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকেল ৩ টায়  অনুষ্ঠিত খেলার সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শেখ মাফতুন আহমেদ রাজা। সঞ্চালনায় ছিলেন বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমাদুল কবীর সাইনিজ। খেলায় শহীদ মনসুর স্মৃতি একাদশ বনাম তেরখাদা একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায়  মনসুর স্মৃতি একাদশ ১ - ০ গোলে তেরখাদা একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। একমাত্র গোলটি করে  বিজয়ী দলের ৭ নং জার্সি পরিহিত হৃদয়।