Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুরবিতানের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্তবরণ উৎসবে মুগ্ধ দর্শক-শ্রোতা

এখন সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০১:১৯:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাচীনতম এবং ঐতিহ্যমণ্ডিত যশোরের সুরবিতান সংগীত একাডেমীর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্তবরণের দুইদিনের উৎসব শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় টাউন হল ময়দানের শতাব্দি বটবৃক্ষ তলে রওশন আলী মঞ্চে উৎসবের আয়োজন মুগ্ধ করেছে শত শত দর্শক-শ্রোতাকে।
সন্ধ্যা নামার সাথে সাথেই প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে ৭২ ক্ষুদে শিল্পী সমবেত কন্ঠে গেয়ে ওঠে সাংগঠনিক সংগীত এসো মিলন মেলায় ..
সঞ্জয় সরকার রচিত ও সুরারোপিত এই গানে উপস্থিত সকলেই ঠোঁট মিলায়।
অনুষ্ঠানের মাঝে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। সংগঠনের সভাপতি অ্যাড. শহীদ আনোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস।
পরে আবারও সাংস্কৃতি অনুষ্ঠান। প্রায় তিন ঘন্টার এই অনুষ্ঠানের ডালিতে ছিল সংগীত আর নৃত্য। ছোট বড় মিলিয়ে ২ শতাধিক শিক্ষার্থী শিল্পী এতে অংশ নেয়।
অনুষ্ঠানটি ৫২ ভাষা আন্দোলনের শহিদদের প্রতি উৎসর্গ করা হয়েছে।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ওমর ফারুক, মাধবী সাহা, রুবিনা আকরাম, মেধা সাহা, সফর রাজ, ঐশিখা সাহা , মৌ বসু, দীপক রায়, সঞ্জয় সরকার , অনিতা দেবনাথ, সজল মল্লিক, ফিরোজ হোসেন, মুগ্ধ কুন্ডু, তিতিন দত্ত, অর্পা রায়,অন্তিকা দত্ত, দীপা পাল, পাপিয়া ঘোষ, উর্মি বোস ও সুহিতা সৌরিন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)