কয়রায় বাঘ সংরক্ষণ কার্যক্রম বিষয়ে সেমিনার

এখন সময়: শুক্রবার, ৩ মে , ২০২৪, ০১:৩২:২৯ এম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে বাঘ সংরক্ষণে জনসচেতনতা কার্যক্রম উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসাবে বন্যপ্রাণি ও বন আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান,কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. টিপু সুলতান ও প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।

বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ আব্দুল্যাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক শাহিনা পারভীন, বেডসের মধু বিশেষজ্ঞ ইসমে আজম ঋজু, প্রতিবেশ অ্যাক্টিভিটিজ প্রকল্পের সাইট অফিসার মো. আলাউদ্দিন, সিএমসির সহ-সভাপতি অসিত কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য মহষিশ সরদার, আবু সাঈদ মোল্যা, সীমা রানী মন্ডল, পিএফ সভাপতি মনিরুজ্জামান মনি, ভিটিআরটির টিম লিডার নুরুল ইসলাম সানা,সিপিজি সদস্য রুদ্রা বিশ্বাস প্রমুখ। 

সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিএমসি প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।