কলারোয়া সরকারি কলেজে পিঠা উৎসব

এখন সময়: সোমবার, ৬ মে , ২০২৪, ০৬:২৫:১১ পিএম

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ প্রথমবারের মতো এ পিঠা উৎসবের আয়োজন করেছে। লোকসংগীতের মূর্ছনার সঙ্গে বর্ণিল বেলুন আর শান্তির পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। পিঠা উৎসবের আয়োজনের ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য তুলে ধরতে কলারোয়া সরকারি কলেজে এবার পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।  কালের বিবর্তনে শীতের পিঠা পুলির ঐতিহ্য বিলুপ্তির পথে। নানা ধরনের পিঠাপুলির সাথে এ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়ায় এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য।

পিঠা উৎসবের উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, নবনির্বাচিত সংসদ সদস্যের সহধর্মিণী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, ঢাকা বিশ^বিদ্যালয় শাখার ছাত্রলীগের সহসভাপতি নাহিদ হাসান শাহিনসহ কলেজের শিক্ষকমণ্ডলী ও সুধীবৃন্দ।

কলেজের বিভিন্ন শ্রেণি ও বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ৯ টি স্টলে নানান ধরনের শীতকালীন পিঠা শোভা পায়। পুলি পিঠা, দুধ পুলি, পাটিসাপটা, নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, গোকুল পিঠা, নারকেল পিঠা, রসের পিঠাসহ হরেক রকমের পিঠা শোভা পাচ্ছে। স্টলগুলোর নামও নজরকাড়া। যেমন: পৌষালি পার্বণ, হাও মাও খাও, পিঠাপ্রেমী, পিঠা বিলাস, লবঙ্গলতিকা, কাজললতা, রসব্যঞ্জন, পিঠা সরোবর প্রভৃতি। বাহারি পিঠা স্টলে উপচে পড়া ভিড় ও দর্শনার্থীদের আগ্রহ এক ভিন্ন মাত্রা পেয়েছে। সবমিলিয়ে পিঠা উৎসব এক প্রাণের মেলায় রূপ নিয়েছে।