সাতক্ষীরা প্রতনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। দাখিলকৃত ৩৭টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওই সংখ্যক বৈধ ঘোষণা করা হয়।
সাতক্ষীরা-২ সদর আসনের মুক্তিজোট প্রার্থী আব্দুল আজিজ ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সোমবার দুপুরে দাখিলকৃত সকল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির এ ঘোষণা দেন।
জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদেরকে কোনোরূপ প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।