Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে ৫ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৮:০৯:১১ পিএম

 

বাগেরহাট প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৩ (রামপাল-মোংলা) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ জন এবং বাগেরহাট -৪ (  মোড়েলগঞ্জ-শরনখোলা ) আসন থেকে ২ জন। সোমবার বিকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন  মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনে সোমবার বিকেল ৫টা পর্যন্ত ৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।  বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাইপো জেলা তাঁতী লীগ সভাপতি আব্দুল বাকী তালুকদার। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেনোওয়েল সরকার এবং নায়ক শাকিল খান। শাকিল খানের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম। বাগেরহাট- ৪ আসন আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া মালোয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এম আর জামিল হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)