বাগেরহাটে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ অফ লাইন ক্যাম্পেইন

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১২:১০:৫৩ পিএম

 

বাগেরহাট প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য রোড টু স্মার্ট বাংলাদেশ অফ লাইন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে রেলরোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বাগেরহাট জেলার প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

এসময় বক্তব্য দেন মাস্টার ট্রেইনার প্যানেনের খুলনা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক তালুকদার রাসেল মাহামুদ, সহকারী অধ্যাপক কাজী মুরাদ, সহকারী অধ্যাপক রাকিবুল হাসান সিদ্দিকী, রোড টু স্মার্ট বাংলাদেশ অফলাইন ক্যাম্পেইনের আঞ্চলিক সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট জেলার ৯ উপজেলার ১শ জন প্রশিক্ষনার্থী অংশনেন।