মোংলা সমুদ্র বন্দরে ৩নম্বর স্থানীয় সতর্ক সংকেত

এখন সময়: রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০৪:৩৫:১২ পিএম

মোংলা প্রতিনিধি : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়া অব্যাহত রয়েছে। ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৮৩৫কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘনীভ‚ত হয়ে উঠায় ভোর থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপক‚লীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ভোরে মোংলার উপক‚লে ঝরেছে বৃষ্টিও। এদিকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ উপক‚লের আকাশে সূর্যের দেখা মিলেনি। 

অপরদিকে চলতি মাসের শুরুতেই সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুটকি মৌসুম। বিভিন্ন চরে এ মৌসুমের প্রথম দফায় আহরিত মাছও শুকিয়েছেন জেলেরা। নিম্নচাপের ফলে সেই সকল শুকনো, আধা শুকনো ও কাচা মাছের ক্ষয়ক্ষতির আশংকার দুশ্চিন্তায় পড়েছেন সাগর পাড়ের দুবলার চরের হাজার হাজার জেলে-মহাজন।