প্রেসবিজ্ঞপ্তি: প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৩০ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। একইসাথে সাধারণ সভার তারিখও পরিবর্তন করে ১৯ নভেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে।
রোববার ২৯ অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, তিন সদস্য বিশিষ্ট প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ দু’জন কর্মকর্তা পেশাগত ব্যবস্তার কারণে পূর্ব নির্ধারিত তারিখে ভোটগ্রহণ কার্যক্রম আয়োজনে অপারগতা প্রকাশ করায় নতুন করে ভোটগ্রহণের তারিখ নির্ধারণের প্রয়োজন দেখা দেয়।
এরআগে ২৫ নভেম্বর ভোটগ্রহণ ও ১১ নভেম্বর সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছিল।
এছাড়া এদিন সভায় ক্লাবের অডিট প্রতিবেদন অনুমোদনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, জাহিদুল কবীর মিল্টন, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।