মোংলায় কৃমির ট্যাবলেট খাওয়ানো হচ্ছে ১৭৩ বিদ্যালয়ে

এখন সময়: রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০৬:৪৪:৪৯ পিএম

 

মোংলা প্রতিনিধি : মোংলায় ১৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ হাজার ৯৩৩জন শিক্ষার্থীকে খাওয়ানো হচ্ছে কৃমি ট্যাবলেট। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর রহমান মোড়ল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অফিসার বাসুদেব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট সুব্রত মন্ডল ও কাইনমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজীত মজুমদার।

উদ্বোধনী এ অনুষ্ঠানে বিদ্যালয়টির ১৩০জন শিক্ষার্থীকে খাওয়ানো হয় কৃমির ট্যাবলেট। পাঁচ থেকে ১৬বছর বয়সের প্রত্যেককে খাওয়ানো হচ্ছে পর্তুগালের উন্নতমানের একটি করে এ কৃমির ট্যাবলেট।