মিরাজুল কবীর টিটো : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যশোর শিক্ষাবোর্ডের অধীন কোনো কলেজেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি ৪৬৩ শিক্ষার্থী। ইতিমধ্যে শেষ ধাপের আবেদনের সময় শেষ হয়েছে। এই ধাপে আবেদন করে ভর্তির সুযোগ পেয়েছে ৩ হাজার ৬৪ শিক্ষার্থী। এদিকে, দ্বিতীয় ধাপে পছন্দের কলেজ বাদে অন্য কলেজে ভর্তির সুযোগ পাওয়ার পরও যেসব শিক্ষার্থী নিশ্চয়ন করেনি তারাই তৃতীয় (শেষ) ধাপে আবেদন করে ভর্তির সুযোগ পেয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু।
বোর্ডসূত্র জানায় ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে ১ লাখ ১১ হাজার ২০৪ শিক্ষার্থী ভর্তির আবেদন করে। এই ধাপে ভর্তির সুযোগ পায় ১ লাখ ৯ হাজার ৯৩৩ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়ার পরও পছন্দের কলেজের সুযোগ না পাওয়ায় ৩ হাজার ৫২৭ শিক্ষা নির্ধারিত সময়ে নিশ্চয়ন করেনি। নিশ্চয়নের দিন ছিল ১৭ ও ১৮ সেপ্টেম্বর।
এসব শিক্ষার্থী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে ভর্তির আবেদন করে। এদের মধ্য থেকে ৩ হাজার ৬৪ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। আর ৪৬৪ শিক্ষার্থী কোন কলেজের ভর্তির সুযোগ পায়নি। শনিবার রাত ৮টায় প্রকাশিত ফলাফলের বরাতে এতথ্য জানান বার্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু।
তিনি জানান, ২৬ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে কোন কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।