Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে প্রীতি ভলিবলে খুলনা জেলা দল জয়ী

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৮:৫২:৩৬ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সোমবার যশোরে প্রীতি  ভলিবল খেলা হয়েছে। জেলা প্রশাসন ও যশোর জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ খেলায় অংশ নেয় যশোর ও খুলনা জেলা দল। জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাউন্ডে সন্ধ্যায় অনুষ্ঠিত খেলায় খুলনা জেলা দল ৩-২ সেটের ব্যবধানে পরাজিত করে যশোর জেলা দলকে। খুলনা জেলা দল সেট ৩ টি জেতে ২৫-২৩, ২৫-১৯ ও ১৫-১০ পয়েন্টে। অপরদিকে, যশোর জেলা দল সেট ২ টি জেতে ২৫-২২ ও ২৫-১৯ পয়েন্টে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মীর্জা আখিরুজ্জামান সান্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, ভলিবল পরিষদে সম্পাদক শহিদ আহমেদ প্রমুখ। উভয় দলকে ট্রফি দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)