বাস্কেটবল দলে যশোরের তিন গর্বিত খেলোয়াড় মৌশী, নাজনীন ও সুমাইয়া

বার্লিন স্পেশাল অলিম্পিকে পদক অর্জনে এগিয়ে বাংলাদেশ

এখন সময়: শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৬:১৪:২৭ এম

ক্রীড়া প্রতিবেদক: জার্মানের বার্লিনে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে বাস্কেটবল ইভেন্টে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক  অর্জন করেছে। জাতীয় এ দলে যশোরের তিন তরুণী খেলেছেন। এরা হলেন- মৌশী,নাজনীন ও সুমাইয়া। তার যশোর জেলা দলের নিয়মিত খেলোয়াড়। এছাড়া এপিক বাস্কেটবল একাডেমির ছাত্রী তারা। জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিকের ৮ম দিনেও বাংলাদেশ অর্জন করেছে বেশ কয়েকটি সোনা, রুপা ও ব্রোঞ্জ। গেমসের অন্যতম জনপ্রিয় ভলিবলের মিশ্র ইভেন্টের পাশাপাশি মেয়েদের হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিযোগীরা ইনডোর স্টেডিয়াম ভর্তি দর্শককে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে জিতে নেয় সর্বোচ্চ সাফল্য। বিশেষ করে মিশ্র ইভেন্ট ভলিবলের ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী সার্বিয়াকে ২-১ সেটে হারিয়ে সোনা জিতে নেয় দেশের ছেলে-মেয়েরা। এমনকি দাঁড়িয়ে সম্মান জানায় দর্শকরা। দিনের অন্য খেলায় বিশেষ করে ব্যাডমিন্টনে সর্বোচ্চ তিনটি সোনা জিতেছেন দেশের স্বর্ণকিশোরী পান্না আক্তার। অব্যক্ত ভাষায় জানালেন কতটা খুশী তিনি দেশের হয়ে এমন অর্জনে। গেমসে ছেলেদের হ্যান্ডবল, বোচে ও অ্যাথলেটিকসের বেশ কয়েকটি ইভেন্টে সোনা, রুপা ও ব্রোঞ্জ পায় বাংলাদেশের স্পেশাল প্রতিযোগীরা। সব মিলিয়ে অর্জনের দিক থেকে এইদিনটি শুধুই  ছিল বাংলাদেশের।  দলের প্রধান কর্মকর্তা ড. নুরুল আলম মনে করছেন, এই আসরে বাংলাদেশের অর্জন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।