Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন চৌগাছা ক্রিকেট ক্লাব

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১২:৩৮:০৭ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২য় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগে পার্বনের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন হয়েছে চৌগাছা ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবারের ফাইনাল খেলায় তারা ৮ উইকেটের ব্যবধানে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারকে পরাজিত করে। ফলে দলের জুয়েলের ৫৯ রান সংগ্রহ ব্যর্থ হয়ে গেলে চৌগাছা ক্রিকেট ক্লাবের পার্বনের সেঞ্চুিরতে জয় তুলে নেয়।

উপশহর ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করতে নামে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার। তারা প্রথমে ব্যাট করতে নামলে জুয়েলের অর্ধ সেঞ্চুরিতে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে।

দলের পক্ষে জুয়েল অপরাজিত ৫৯, দিপু ৪৩, প্রান্ত ৪২, নিপু ২২, মাহবুব ১২ মেহেদী হাসান ১১ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে মাত্র ৯ রান। চৌগাছা ক্রিকেট ক্লাবের পক্ষে কাজল, সিন ২ টি করে টুটুল ১ উইকেট লাভ করেন। সেই সাথে রান আউটের মাধ্যমে ৩ উইকেটের পতন ঘটে।

জয়ের লক্ষে পরে ব্যাট করতে নেমে চৌগাছা ক্রিকেট ক্লাব পার্বনের সেঞ্চুরিতে ১৮ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ২১৫ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

দলের পার্বন অপরাজিত ১২১ রান সংগ্রহ করেন।  তিনি ৮টি চার ও ১২টি ছয়ের বাউন্ডারির সাহায্যে এ রান সংগ্রহ করেন। সেই সাথে সোহাগ ৭২ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের একমাত্র উইকেট লাভ করেন লিমন। আর রান আউটের মাধ্যমে ১ উইকেটের পতন ঘটে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল।

বিশেষ অতিথি ছিলেন উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ^াস।

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মকসেদ শফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য খায়রুজ্জামান বাবু, শামস উল বারী শিমুল প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)