ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকার অবরাধে দুটি ক্লিনিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ফকিরহাট আহম্মদ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ ও কাগজপত্রে ত্রুটি থাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলামসহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অপরদিকে, রোববার বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করায় ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।