আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে তেঁতুলিয়া নবনির্বাচিত বাজার কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে থানার অফিসার ইনচার্জের কার্যালয় ওসি মমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাজার কমিটির সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি দীপঙ্কর বাছাড় দ্বীপ, নব নির্বাচিত সহসভাপতি কুদ্দুস মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল গাজী, কেশিয়ার জয়ন্ত কুন্ড, সদস্য ফয়সাল শাহা, আলাউদ্দীন সরদার, রফিকুল গাজী, মাজহারুল গাজী, এবাদুল সরদার, হাফিজুল সরদার, হরষিত মন্ডল উপস্থিত ছিলেন।