আশাশুনি প্রতিনিধি : আশাশুনি আর্ট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার সকালে স্কুলের শ্রেণিকক্ষে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। চারটি গ্রæপে স্কুলটির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন জয়দ্রু কুমার শীল। বিচারকের দায়িত্ব পালন করেন আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার অধিকারী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আসিব ইকবাল ও ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল। প্রতিযোগিতা শেষে প্রত্যেক গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।