কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন কলারোয়ার সেই ভ্যান চালক আব্দুল কাদের। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মৃত্যুবরণ করেন আব্দুল কাদের (৩০)। একই ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আব্দুল কাদেরের স্ত্রী ও তার শিশু কন্যার অবস্থাও বর্তমানে সংকটাপন্ন।
প্রসঙ্গত, গত ২৭ মে দিবাগত গভীর রাতে কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর গ্রামে এক ভ্যান চালকের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে একই পরিবারের ৩ সদস্যকে পুড়িয়ে হত্যার চালায় দুর্বৃত্তরা। সেই সময় ঘরে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখায় ভয়ানকভাবে দগ্ধ হওয়া আব্দুল কাদের, স্ত্রী শারমিন খাতুন ও মেয়ে ফাতেমাকে গত ২৮ মে সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।