নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় স্বামী পরিত্যক্তা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মূল আসামি আসাদকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গত ২৫ মে দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার রামনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আসাদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান।
র্যাব জানিয়েছে, ফরিদপুরের মহিন নামে এক যুবকের সাথে ভুক্তভোগী নারীর পূর্ব পরিচয় ছিল। সেই কারণে গত ৬ মে মোবাইল ফোনে ওই নারীকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে দেখা করতে বলে মহিন। ওই সময় মহিনসহ আরো কয়েকজনে একটি মাইক্রোবাসে তুলে নড়াইলের লোহাগড়ার দিকে এসে আবার ফিরে কাশিয়ানির পিংগুলিয়া গ্রামে একটি বলা বাগানে নিয়ে কয়েকজনে মিলে তাকে ধর্ষণ করে। এসময় ওই নারীর কান্নাকাটি ও চিৎকারে তাকে সেখানে ফেলে পালিয়ে যায় আসামিরা। এরপরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। পরে ওই ঘটনায় মহিনসহ ৫জনের বিরুদ্ধে কাশিয়ানি থানায় ওই নারী মামলা করেন। বিষয়টি জানতে পেরে যশোরের র্যাব ছায়া তদন্ত শুরু করে। গত বুধবার দুপুরে বাড়ি থেকে আসাদকে আটক করে র্যাব।