Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে যশোরে স্বাচিপের বিক্ষোভ মিছিল

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৬:২৯:৪৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ফিরে আসে। মিছিলের পর সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এর যশোর জেলা শাখার সভাপতি ডা. এ কে এম কামরুল ইসলাম বেনু, স্বাচিপ যশোর জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ বাশার, কেন্দ্রীয় স্বাচিপের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্যা, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহিদুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ প্রমুখ। সঞ্চালনা করেন স্বাচিপ যশোরের সদস্য সচিব ডা. গোলাম মোর্তুজা। মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাসপাতালের চিকিৎসক, নার্সেস অ্যাসোসিয়েশেন নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)