Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল

‘সততার সাথেই সাংবাদিকতা করে গেছেন মিটু’

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৮:১৭:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক সদ্য প্রয়াত সাংবাদিক মতিনুজ্জামান মিটু স্মরণে দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেছেন, সারাটা জীবন সততার সাথেই সাংবাদিকতা করে গেছেন মতিনুজ্জামান মিটু। অভাব অভিযোগ থাকলেও তিনি কখনোই সাংবাদিকতাকে বিক্রি করেননি। অল্পতেই তুষ্ট  থেকেছেন, পায়ে হেঁটে খেয়ে না খেয়ে দায়িত্ব পালন করতেন তিনি। নেতৃবৃন্দ মতিনুজ্জামান মিটুর এই সততা স্মরণ করার জন্যে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহবান জানান।

প্রেসক্লাব যশোর আয়োজিত এই অনুষ্ঠানে সহসভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের অন্যতম সহসভাপতি নুর ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  আহসান কবীর বাবু, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাংবাদিক তৌহিদ জামান। সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোক্তার আলী। দোয়া মাহফিলে মিটুর একমাত্র কন্যা মারজিয়া জামান বিন্দু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জ্যেষ্ঠ সাংবাদিক মতিনুজ্জামান মিটু গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)