Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে বাস উল্টে খাদে পড়ে সুপারভাইজার নিহত, আহত ১৫

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০৭:১২:০৪ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি  : ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (৪০) নামে শাপলা পরিবহনের একটি বাসের সুপারভাইজার নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ ও যশোর হাসপাতালে পাঠায়।
শুক্রবার বেলা ১২ টার দিকে কালীগঞ্জ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা শাফলা পরিবহন যশোর-জ-১৪-১৯৯০ নং বাসটি কালীগঞ্জ আসছিল। পথে কেয়াবাগান নামকস্থানে পৌছামাত্র যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের আব্দুল কাদেরের পুত্র ইব্রাহিম হোসেন নিহত ও ১৪/১৫ জন যাত্রী কমবেশি জখম হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তিনি জানান, আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।  
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্যা দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)