Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৭ লাখ টাকা ধার নিয়ে আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০১:৫১:৪৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ৭ লাখ টাকা ধার নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে সুলতানা ইয়াসমিন নার্গিস নামে এক নারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শহরের পুরাতনকসবা ঘোষপাড়ার তরিকুজ্জামান সুজনের স্ত্রী ফারজানা নুর রাখি বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি। আসামি সুলতানা ইয়াসমিন নার্গিস পুরাতন কসবা বিবি রোডের মনিরুজ্জামান শাহিনের স্ত্রী ও বাদীর স্বামীর ভাবি।

মামলার অভিযোগে জানা গেছে, ফারজানা নুর রাখির বড়জা আসামি সুলতানা ইয়াসমিন নার্গিস। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে নগদ টাকার প্রয়োজনে নাগির্স তার ছোট জা রাখির কাছে ৭ লাখ টাকা ধার চান ২০২১ সালের ডিসেম্বর মাসে পরিশোধ করবেন বলে। স্বামীর কাছ থেকে প্রাপ্ত দেনমোহরের ৭ লাখ টাকা তার কাছে গচ্ছিত ছিল। ২০১৯ সালের ২৬ আগস্ট রাখি তার জা নার্গিসকে চেকের মাধ্যমে ৬ লাখ টাকা ও নগদে ১ লাখ টাকা দেন। একসময় নার্গিস ধারের টাকা পরিশোধের স্ট্যাম্পে লিখিত ভাবে অঙ্গীকার করেন। দেনা পরিশোধের নির্ধারিত সময় অতিবাহিত হলে তাগাদা দিলে আজ না কাল বলে ঘোরাতে থাকেন। গত ১০ মার্চ নার্গিসের কাছে পাওনা টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে রাখি আদালতে এ মামলা করেছেন। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)