Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আগুনে পুড়ে কয়লা ৯৫ বছরের বৃদ্ধা

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ০৬:২৩:৪২ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঘুমন্ত অবস্থায় বসত ঘরে আগুনে পুড়ে রাবেয়া বেগম নামে ৯৫ বছরের এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রাতে ওই বৃদ্ধা তার ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন লাগে। এতে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য ইশারত আলী মন্ডল জানায়, ঘটনার রাতে কখন কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি সম্পূর্ণ ঘর পুড়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধা রাবিয়া বেগমও পুড়ে প্রায় কয়লা হয়ে গেছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ এ ফোনে আমাদের সহযোগিতা চাওয়া হয়। এরপরই রাতেই সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্যা জানান, তিনি সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন। বৃদ্ধা মহিলাটি রাতে একাই ঘরে ঘুমাতেন। আগুন লাগার পর বের হতে না পারায় দেহ পুড়ে কয়লা হয়ে গেছে। তাদের ধারণা বিদ্যুৎতের সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ও  মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম খাঁ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)