চুড়ামনকাটিতে হামলায় চেয়ারম্যানের ভাইপোসহ আহত ৫

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১১:২০:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যানের ভাইপোসহ ৫ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ৪ জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন ছাতিয়ানতলা গ্রামের দফাদার পাড়ার আন্তার আলী দফাদারের দুই ছেলে হাফিজুর রহমান (৫০), ইনছানুর রহমান (৪০), জালাল উদ্দিন মন্ডলের ছেলে সেলিম হোসেন (৪৫) ও খিতিবদিয়া গ্রামের রওশন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)। এছাড়া বারিক দফাদারের ছেলে লিপু দফাদার (৪২) প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। আহতরা সকলে বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেনের সমর্থক। তাদের  অভিযোগ সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার নেতৃত্বে হামলা চালিয়ে জখম করা হয়েছে। তবে মুন্না দাবি করেছেন, তার সমর্থক ও স্কুল শিক্ষক মোজাম্মেল হককে মারপিট করতে আসলে উপস্থিত লোকজন হামলাকারীদের জখম করে।

হাসপাতালে চিকিৎসাধীন সেলিম জানান, বৃহস্পতিবার বিকেলে হাই স্কুল রোডে নিজ বাড়ির সামনে সমর্থকদের  নিয়ে ছিলেন চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি  (সেলিম) ও বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেনের ভাইপো লিপু। তাদের দেখা মাত্রই চেয়ারম্যানের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। মুন্নাসহ তার লোকজন তাদের পিটিয়ে জখম করে।

চেয়ারম্যান দাউদ হোসেন জানান, মুন্না ও তার ক্যাডাররা আমার সমর্থকদের পিটিয়ে ক্ষ্যান্ত হননি। জোটবদ্ধভাবে ইউনিয়ন পরিষদে হামলা চালায়। হামলাকারীদের উদ্দেশ্য ছিলো আমাকে হত্যা করা।

দাউদ হোসেনের সমর্থকরা জানান, মুন্নার লোকজন হাইস্কুল রোড, বাজারের বড় মসজিদের সামনে ও ইউনিয়ন পরিষদ এলাকায় দাউদ পক্ষের যাকে পেয়েছে তাকে মারপিট করেছে। হামলায় অন্তত ১০/১২ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ৫ জন।

এদিকে, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানিয়েছেন, আমার কর্মীরা চেয়ারম্যান দাউদের সমর্থকদের ওপর আগে হামলা করেননি। প্রতিহত করেছেন মাত্র। মুন্না জানান, বিকেলে কয়েকজন পুলিশ সদস্যের সামনে চেয়ারম্যান দাউদ হোসেনের ভাইপো লিপু, সেলিমসহ একদল সন্ত্রাসী আমার সমর্থক ও স্কুল শিক্ষক মোজাম্মেল হকের ওপর হামলা করে। বিষয়টি জানতে পেরে আমার সমর্থকরা মোজাম্মেলকে রক্ষা করার জন্য সেলিমসহ অন্যদের জখম করেছে। আমার নেতৃত্বে হামলার অভিযোগ সঠিক না।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহত ৪ জনের অবস্থা গুরুতর হলেও সকলে আশংকামুক্ত। পুরুষ সার্জারী ওয়ার্ডে তারা চিকিৎসাধীন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই সেলিম হোসেন জানিয়েছেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গোলযোগের কারণ এখনো নিশ্চিত হতে পারেননি। বর্তমানে চুড়ামনকাটি বাজার শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।