শরণখোলায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

এখন সময়: সোমবার, ২৭ মার্চ , ২০২৩ ০৬:৩৬:৩৩ am

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় নুসরাত জাহান ইভা (৬) নামের এক শিশু ইজিবাইকের চাপায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর নলবুনিয়া গ্রামের আবু হানিফ হাওলাদারের শিশু কন্যা নুসরাত জাহান ইভা পার্শ্ববর্তী এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে যাচ্ছিল। ধানসাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান দুলালের বাড়ি সংলগ্ন এলাকায় সড়ক পার হচ্ছিল। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ওই শিশুটি গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মো. তাওহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তবে ধারনা করা হচ্ছে বুকে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। পুলিশ ইজিবাইকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ইভার বাবা কোনো মামলা না করায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।