Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:৩০:৩৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর মাদক (গাঁজা) মামলায় লতিফ সরদার নামে এক ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। লতিফ সরদার যশোর সদরের রামনগর ধোপাড়ার মৃত মফিজ সরদারের ছেলে। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রে অবন্তিকা রায় এক রায়ে এ সাজা দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ১৯ জানুয়ারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শহরের হরিনাথ দত্ত লেন নিরালাপট্টি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে লতিফ সরদারকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে মাজায় গোজা ২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার সাক্ষীগ্রহণ শেষে আসামি লতিফ সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত লতিফ সরদার পলাতক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)