Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:১৮:৩০ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১.১৬২ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সাদিপুর ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় এক প্রেস ব্রিফিংয়ে নাভারণ সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান জানান, রাতে পুলিশের একটি টহল টল সাদিপুর সীমান্তের দিকে যাচ্ছিল। এমতাবস্থায় সামনে দিয়ে যাওয়া স্বর্ণ চোরাচালানিরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে কসটেপ জড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পোটলাটি উদ্ধার করে তার মধ্যে থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১.১৬২ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত আসামী করে স্বর্ণ চোরাচালান আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)