মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাহিত্যসভা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০২:৪৭:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক: মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৩৭ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (২০ জানুয়ারি) সকালে তির্যক যশোরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি রাশিদা আখতার লিলির সভাপতিত্বে ও গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় কবিতা পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন কবি অ্যাড. জি এম মুছা। বিশেষ অতিথি ছিলেন লেখক কেন্দ্র যশোরের সভাপতি শাহরিয়ার সোহেল, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহসভাপতি নুরজাহান আরা নীতি, কবি ও গীতিকার শরিফুল আলম।

কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন অধ্যাপক সুরাইয়া শরীফ, বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, এডিএম রতন,  মুজিবুর রহমান, ভদ্রাবতী বিশ্বাস, আঃ হলিম, ডা. মোকাররম হোসেন, কাজী হাসিনুর রহমান, লাবনী খানম, সঞ্জয় নন্দী,এম এম মনিরুল ইসলাম, এ এফ এম মোমিন যশোরী, সানজিদা ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে আশাবরী সাংস্কৃতিক সংগঠন কর্তৃক সম্মাননা পাওয়ায় সংগঠনের সভাপতি ডা. মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না এবং জ্ঞানবিকাশ সংগীত একাডেমি কর্তৃক সম্মাননা পাওয়ায় কবি রেজা মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়।