কালীগঞ্জে ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, জরিমানা

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:২৮:৩৩ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি  : অবৈধভাবে মাঠের ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৮০ হাজার টাকা জরিমানা করেছে। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে ঝিনাইদহ কালীগঞ্জের খর্দ্দরায়গ্রাম এলাকার মাঠে।

সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ  হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান ঝিনাইদহ কালীগঞ্জের রায়গ্রামের মাঠে ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালান। ঘটনাস্থলে পৌঁছে দেখন ফেকু মেশিনে মাটি তুলে বিশেষ ট্রলি ভরে ইটভাটায় নেয়া হচ্ছে। যা দন্ডনীয় অপরাধ। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জমির লিজ গ্রহিতা মেগুরখির্দ্দা গ্রামের লিটন শেখ, শাহিন হোসেন, জমির মালিক রায়গ্রামের গোপিনাথ ভট্রাচার্য্য ও ভেকু কন্ট্রাক্টর ছোট সিমলা গ্রামের আলমগীর হোসেন ৪ জনের মিলে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।