Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে যুবলীগনেতাকে গুলি করে হত্যাচেষ্টা

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৮:৪২:২৮ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তরফদারকে (৩৫) দুর্বৃত্তরা বেদম মারপিট করে ও পিস্তল ঠেঁকিয়ে গুলি করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাদিরপাড়া গ্রামের একটি ঘেরের পাড়ে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে আহত যুবলীগ নেতার পিতা ইজাহার আলী তরফদার বাদি হয়ে অভয়নগর থানায় ১০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, জাহাঙ্গীর তরফদার শুক্রবার রাতে কাদিরপাড়া বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় একই গ্রামের বাসিন্দা মো. মাসুম বিশ্বাস সিগারেট খাওয়ার কথা বলে তাকে পার্শ্ববর্তী এলাকায় ডেকে নিয়ে যায়। পরে ৮-১০জন সন্ত্রাসী তাকে মোস্ত মেম্বরের ঘেরের পাড়ে নিয়ে গিয়ে বেদম মারপিট করে উলঙ্গ অবস্থায় ঘেরের পানিতে বেঁধে রেখে নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে তাকে পানি থেকে উঠিয়ে ঘেরের পাড়ের ওপর দাঁড় করিয়ে এক রাউন্ড গুলি ছোঁড়ে। পিস্তলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পায়ের হাঁটুর নিচে দিয়ে ভেদ করে। এরপর দুর্বৃত্ত্বরা তাকে ফেলে চলে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১২টার সময় স্থানীয় ও পুলিশের সহযোগিতায় তাকে ঘেরের পাড় থেকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পায়রা ইউপি মেম্বর হালিম তরফদার জানান, সন্ত্রাসীরা জাহাঙ্গীর তরফদারকে গুলি করে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, জাহাঙ্গীর তরফদারকে মারপিট ও গুলি করার বিষয়টি তিনি শুনেছেন। থানার ওসি একেএম শামীম হাসান জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)