বারোবাজারে নিজস্ব অর্থায়নে মহিলা মসজিদ করলেন ফারুক

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৬:৩৮:০৫ পিএম

বারোবাজার প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের মহিলা মসজিদ ও এতিমখানা নির্মাণ করেছেন ফারুক হোসেন নামে একজন ব্যবসায়ী। ইতোমধ্যে ভবনের দুই তলার নির্মাণ কাজ শেষ হয়েছে। বুধবার তিনতলার ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়। এই কাজের জন্য ব্যবসায়ী ফারুক প্রশংসিত হয়েছেন।

তিনতলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে মসজিদ চত্বরে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা  হয়। এ সময় মসজিদের ইমাম হাফেজ মাওলানা তুহিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মসজিদের  প্রতিষ্ঠাতা ফারুক হোসেন, হাবিবুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, গাজী জাহাঙ্গীর আলম বাবু, সোহেল খান প্রমুখ।

উল্লেখ্য, পুরোপুরি নিজের টাকায়  ১০ শতক জমির ওপর নির্মাণ করা মসজিদের নামকরণ করা হয়েছে

ফাতেমাতুজ্জজোহুরা মহিলা মসজিদ। এছাড়া মরহুম রফি মিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা নাম দেয়া হয়েছে। এর আগে ব্যবসায়ী ফারুক হোসেন আহম্মদ মোহাম্মদ বারো আউলিয়া মুন্সি আহম্মদ মিজান নামে দুটি জামে মসজিদ নির্মাণ করেছেন।