Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

এখন সময়: রবিবার, ১১ মে , ২০২৫, ০২:১৯:০২ পিএম

নড়াইল প্রতিনিধি: নড়াইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’র উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার এই মেলা শুরু হয়। এদিন সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও পুলিশ সুপার সাদিরা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ হাসান, জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সী আসাদুর রহমান। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ  ৪টি ক্যাটাগরিতে মোট ৩২টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। আজ বৃহস্পতিবার চতুর্থ শিল্পবিপ্লব ও ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ শীর্ষক উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে মেলা শেষ হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)