আবু সাঈদ মিলন, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছার কৃতিসন্তান গালিব মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে উচ্চতর ডিগ্রির সনদ গ্রহণ করেছেন। এরআগে তিনি প্রথম শ্রেণি পেয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার হাতে সনদপত্র তুলে দেন।
গালিব মাহমুদ ঝিকরগাছা পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের আলহাজ ছায়েদ আলী বিশ্বাসের দৌহিত্র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আফিল গ্রুপের পরিচালক এবং দৈনিক স্পন্দন পত্রিকার সহকারী সম্পাদক মুছা মাহমুদ ও সোহেলী সারমিন নাহার শিল্পির একমাত্র ছেলে। গালিবের জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (আচার্য) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনে বক্তা ছিলেন নোবেল জয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল, ঢাবি’র ভাইস চ্যান্সেলর আকতারুজ্জামান প্রমুখ।