Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যানজট নিরসনে মাঠে নামলেন কালীগঞ্জ পৌর মেয়র

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৮:৩৭:৪৭ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট স্থাপন এবং ইজিবাইকের কারণে যানজট নিরসনে এবার মাঠে নামলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার আগে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড ও বিভিন্ন সড়কে অপসারণ অভিযান চালান। অভিযানে রাস্তার উপর বসা দোকানপাট মালিকদের ২৪ ঘণ্টার মধ্যে দোকানপাট সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এ সময় তার সাথে পৌরসভার অন্যান্য কাউন্সিলরসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আশরাফ জানান, জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও শহরের শ্রীবৃদ্ধি ঘটাতে পৌর কর্তৃপক্ষ ইতোমধ্যে সড়ক প্রশস্ত করে পাকা করণ করেছে। কিন্তু কিছু ভ্রাম্যমাণ বাবসায়ী ওই পাকা সড়কের উপর দোকানপাট বসিয়ে সাধারণ মানুষের চলাচলের বিঘœ সৃষ্টি করছে। এছাড়াও শৃঙ্খলা না মেনে রাস্তার উপরে যত্রতত্র ইজিবাইক দাঁড় করানোতে যানজট হচ্ছে। এসব কারণে প্রতিনিয়ত যানজটে শহরবাসীকে দুভোগ পোহাতে হচ্ছে। তাই ওই সমস্যা নিরসনে তিনি নিজেই মাঠে নামতে বাধ্য হয়েছেন। তিনি আরো জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে রাস্তার উপর থেকে দোকান না সরালে আইনশৃংখলা বাহিনী নিয়ে বড় ধরনের অভিযোগ চালানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)