কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কোটচাঁদপুরের জয়লাভ

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৬:১৫:০৮ পিএম

জামির হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ কালীগঞ্জের চাপালী স্কুল মাঠে মরহুম সিরাজুল ইসলাম মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবার বিকালে উদ্বোধন করা হয়েছে। কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ও যশোর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলার বলে সট দিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী, বিশিষ্ট ক্রিড়ামোদী ও সমাজসেবক আলহাজ¦ এসএম সামছুল আলম, ফরিদ উদ্দীন, বাবর আলী, চাপালী যুব সংঘের সভাপতি ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান প্রমূখ।

পরে কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ও যশোর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের মধ্যকার টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হয়। খেলায় পাল্টাপাল্টি আক্রমণের মধ্যদিয়ে উভয় দল প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতির পরে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে যশোর স্বাধীনতা স্পোটিং ক্লাব  পর পর গোলের সূবর্ণ সুযোগ হাতছাড়া করে খানিকটা চুপসে যায়। এরপর পাল্টা গোলের নেশায় ঘুরে দাঁড়ায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতির তাইবু বাহিনীর খেলোয়াড়রা। তারা দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে খেলার নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত কয়েক দফা নিশ্চিত গোল দিতে একইভাবে ব্যর্থ হয়। এরপর খেলা গড়ায় ট্রাইবেকার নামের ভাগ্য পরীক্ষায়। ট্রাইবেকারে প্রথম কোটচাঁদপুরের অভিজ্ঞ তাইবু জালে বল জড়িয়ে সুচনা করেন। পাল্টা সটে যশোর একাদশের সাইমন অনুরুপভাবে গোল দিয়ে সমতা আনে। এরপর কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণের আরও ২ পেনাল্টি সুটার গোল রক্ষককে পরাস্ত করে পর পর ৩ গোল করেন। কিন্ত সমান সংখ্যক সট নিলে যশোর ফুটবল দলের খেলোয়াড়দের সট কোটচাঁদপুরের গোলকিপার দুটি সট ঠেকিয়ে দিয়ে দলকে ৩-১ গোলের ব্যবধানে জয় এনে দেয়। খেলায় কোটচাঁদপুরের পক্ষে তাইবু, শাহারুল ও মুন্না গোল করেন। অপরদিকে যশোর স্বাধীনতা স্পোটিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন সাইমন। কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাাণের গোলরক্ষক বাপ্পারাজ ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন।