Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্বেচ্ছাসেবকদল নেতা তানু হত্যায় ৯ জন গ্রেফতার

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১২:৪১:১৭ পিএম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া হত্যায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা কেন্দ্রিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেফতারকৃতরা। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক এসব তথ্য জানান।

এদিকে, শনিবার রাতে নিহত নূরে আলম তানু ভূঁইয়ার স্ত্রী কানিজ ফাতেমা ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭-৮জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট শহরের পূর্ববাসাবাটি এলাকার ফরিদ শেখ (২৯), মনির মিস্ত্রি (২৬), রাতুল (২৭), সিরাজুল (২৭), আল আমিন (৩০), সুমন (২৬), মুকুল শেখ(৫৩), কাড়াপাড়া এলাকাল সোহাগ (২৫)। এছাড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কবির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, হত্যার পর থেকেই অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। শনিবার রাতে প্রধান আসামি ফরিদ শেখের ফুফু বাড়ি থেকে একসাথে ৯জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার কথা স্বীকার করেছেন। আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দে¦ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন তারা।

পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এজাহারভুক্ত আসামিদের ধরতে তৎপরতা চলছে।

গত শুক্রবার  রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় ফরিদ নামের একব্যক্তির গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুইয়া। নিহত নুরে আলম তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার  দুপুরে জানাজা শেষে সরুই কবরস্থানে দাফন করা হয় সাবেক এই ছাত্র নেতাকে। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দোয়া, মোনাজাত ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাগেরহাট স্বেচ্ছাসেবকদল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)