বাগেরহাটে পুষ্টি সুশাসন বিষয়ে প্রশিক্ষণ শুরু

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১২:১০:২২ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সাংবাদিকদের নিয়ে পুষ্টি সুশাসন বিষয়ে ৩ দিনের এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে শহরের একটি হোটেলে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।
এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ, বাগেরহাট সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী। বে-সরকারি সংস্থা  ‘সমষ্টির’ পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনভর প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ পুষ্টি পরিষদের সহকারী পরিচালক ডাঃ ফজলে রাব্বী, কনসার্ন ওয়াল্ড ওয়াইডের কনসোর্টিয়াম প্রোগ্রাম ম্যানেজার ইমরানুল হক। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগীতায় কনসার্ন,জেজেএস, রুপান্তর এবং ওয়াটার এইড নামক ৪ টি বেসরকারি সংস্থা সম্মিলিতভাবে কর্মশালার আয়োজন করেছে। বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। সোমবার আনুষ্ঠানিকভাবে ৩ দিনের এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে বলে জানিয়েছেন এ কর্মশালার সমন্বয়কারী বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার।