শিক্ষককে হেনস্থা ও হত্যার প্রতিবাদে যশোরে বাকবিশিসের মানববন্ধন

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৮:৫৭:০২ এম

নিজস্ব প্রতিবেদক: নড়াইলে কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা পরানো ও সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জড়িতদের দ্রæত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদÐ, অথচ স্ট্যাম্পের আঘাতে তাদের মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে। বর্তমানে শিক্ষকরা মন খুলে পড়াতে পারেন না। মনের ভাব প্রকাশ করতে গেলে নানা অপবাদ দিয়ে গণপিটুনি দেয়া হয়, নতুবা জেলে যেতে হয়। এই সব ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় সারাদেশের শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন শিক্ষক নেতারা।

বক্তব্যদেন ডক্টর মুস্তাফিজুর রহমান, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আহমদ, উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা কলেজের প্রাক্তন শিক্ষক ইলাহদাদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস, ভাতুড়িয়া কলেজের শিক্ষক অধ্যাপক প্রভাত ব্যানার্জী, অধ্যাপক তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অধ্যাপিকা সুরাইয়া শরীফ, যশোর কলেজের শিক্ষক অধ্যাপক নির্মল কুমার, শামসুর রহমান, অধ্যক্ষ বরুন কান্তি বিশ্বাস।

এ সময় বক্তারা আরও বলেন, শিক্ষকদের বিরুদ্ধে যারা এ ধরনের ষড়যন্ত্র করছে তাদের  শেকড় থেকে তুলে আনা না গেলে এ সমস্যার সমাধান হবে না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জনসম্মুখে তাদের বিচার করা উচিত। তাহলেই শিক্ষা হবে বলে মন্তব্য করেন তারা।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী।

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যশোরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফুর।