কালীগঞ্জের উঁকুন বাছানো প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ১০:৩৩:৩২ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: শিক্ষার্থীদের দিয়ে উঁকুন বাছানো কালীগঞ্জ ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা ইয়াসমিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়েছে। বিভিন্ন পত্রিকায় ওই শিক্ষকের দায়িত্বে অবহেলার খবর প্রকাশের পরই সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক ওই কমিটি গঠন করেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন আক্তার (মল্লিকপুর ক্লাস্টার) কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটিতে সহকারী শিক্ষা অফিসার শাহিনুর রহমান ও মাজেদুর রহমান সদস্য করা হয়েছে। এ কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক তাদের রিপোর্ট জমা দিবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু জানায়, গণমাধ্যমে ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডের সংবাদ দেখতে পান। এরই প্রেক্ষিতে তিনি ঘটনার সত্যতা যাচাই পূর্বক তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি তদন্তের মাধ্যমে ওই শিক্ষিকার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই বাছাই করবেন। অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা ইয়াসমিনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার নানান অভিযোগ রয়েছে। তিনি শ্রেণিকক্ষে বেঞ্চের উপর শুয়ে শিক্ষার্থীদের দিয়ে উকুন তোলা ও মাথা কপাল টেপানো ছাড়াও হাত পাখার বাতাস করিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষা বহির্ভূত এহেন কর্মকান্ড ছাড়াও মাঝে মধ্যে স্কুল চলাকালীন সময়ে তার স্কুল এরিয়ায় গাছের নিচে পাটি পেড়ে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকেন। এসব ছাড়াও দায়িত্বে অবহেলার নানা অনিয়মের খবর পত্রিকায় প্রকাশ হওয়াতে উপজেলা শিক্ষা অফিস নড়ে চড়ে বসেছে।