ইবিতে বিক্ষোভ মিছিল

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:২৮:২৫ এম

ইবি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যৈষ্ঠ দুই নেতা কটুক্তি করেছেন। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।

শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় মিছিলে বিশ্বনবীর অবমাননার বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে লেখা বিভিন্ন প্লেকার্ড হাতে ‘বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলে সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তফা আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি মো. রফিকুল ইসলাম, বর্তমান সহসভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ প্রমুখ।