কয়রায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৬:১৯:৩২ এম

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ৫ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. আছাদুজ্জামান।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণে উপজেলার ৭ ইউনিয়নের ১৫০ কৃষক অংশ গ্রহণ করছেন। প্রতিদিন ৩০ জন কৃষক এ প্রশিক্ষনে বিভিন্ন বিষয় প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপ-সহকারি কৃষি অফিসার অনুতব সরকার, মো. হামিদুজ্জামান ও গুরুদাস মন্ডল। ৯ জুন প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।