কালিগঞ্জে ধান চাল ক্রয়ের উদ্বোধন

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৪:২২:৪৪ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় সরকারি ভাবে ধান ও চাল ক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় বসন্তপুর খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পী।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান, গোপাল চন্দ্র দাস (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা কৃষক লীগের সভাপতি ও কৃষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বসন্তপুর খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) আবুল হাশেম, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন, কৃষক, মিলার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারিভাবে প্রতি কেজি ৪০ টাকা দরে ৭৩১ মেট্রিকটন চাল ও প্রতিকেজি ২৭ টাকা দরে ৭৭৮ মেট্রিকটন ধান ক্রয়ের ঘোষণা দেয়া হয়। ৩১ আগষ্ট পর্যন্ত সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও চাল ক্রয় করা হবে বলে জানানো হয়েছে।