যথাযোগ্য মর্যাদায় চুকনগর গণহত্যা দিবস পালিত

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০২:৫৯:৫১ এম

চুকনগর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ২০ মে চুকনগর গণহত্যা দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্যে  দিয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান সমাপ্ত হয়। এ-উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে  জাতীয় পতাকা উত্তোলনের  মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের  সূচনা করা হয়। চুকনগর গণহত্যা ৭১’ বধ্যভুমিতে মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৭১’ স্মৃতি রক্ষা পরিষদ,  উপজেলা  প্রশাসন, বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক সংগঠন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনে করে। এ লক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭১’ স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ অবঃ বি এম শফিকুল ইসলাম। অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক আইজিপি সানাউল হক, ৭৩ এর ডাকসু সাধারণ সম্পাদক মাহবুব জামান, ইঞ্জিনিয়ার ফয়েজি, সংগঠক আমরা একাত্তর, আজিজুল হক মনি, উদীচী যশোর এবং উপজেলা  অফিসার শরীফ আসিফ রহমান, খুলনা মহানগর আওয়ামী লীগ সহসভাপতি শ্যামল সিংহ রায়। উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ মুস্তাফিজুর রহমান, থানা ওসি শেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দীন প্রমুখ। এর আগে বেলা সোয়া ১১ টায়  ভদ্রা নদীতে লক্ষাধিক গোলাপের পাপড়ি ছিটিয়ে সেদিনের নিহত শহিদদের বিশেষভাবে স্মরণ করা হয়। বিকেল ৫ টায় বধ্যভূমিতে উদীচী যশোর এর পরিচালনায় সাউন্ড এন্ড লাইট শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রসংগত  ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি বাহিনীর বুলেটে ১০ হাজার  এর বেশি নিরীহ  মানুষকে সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো।