কচুয়ায় মসজিদ নির্মাণে বাঁধার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০১:৪৮:৪৭ এম

কচুয়া প্রতিনিধি : কচুয়ায়  মসজিদ নির্মাণে বাঁধা ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার রাড়িপাড়া গ্রামের সুলতান আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা (৫০)।

সোমবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের বাড়ির পাশে একশো বছরের প্রাচীন বাড়ির মসজিদে নামাজ পড়ে আসছি। বর্তমানে এই মসজিদটি জরাজীর্ণ হওয়ায় ও মুসল্লি সংকূলন না হওয়ায় অধিকাংশ মুসল্লি আলোচনা করে গত ২০ এপ্রিল ৩ জন মুফতি যথাক্রমে (১) মুফতি নূরুল আমীন (২) মুফতি আল আমীন (৩) মুফতি জাকারিয়া আল কাসেমীর সমন্বয়ে মতামতের ভিত্তিতে প্রাচীন ঐ মসজিদ থেকে ৪০০ ফুট দূরে প্রধান সড়ক ওয়াকফ সম্পত্তিতে মসজিদ নির্মাণের প্রথম পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করি ।

মসজিদের কাজ শুরু করার সময় একটি কূচক্রী মহল এই কাজে বাধা দেয়ার জন্য নানা ষড়যন্ত্র করে চলেছে। এ নিয়ে ইতোমধ্যে সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভান্তি ছড়ানোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তিনি সকলের সহযোগী কামনা করেছেন। এসময়ে একই গ্রামের বেশ কয়েকজন মুসল্লি উপস্থিত ছিলেন।