চাল ভর্তি ট্রাক উল্টে মৎস্য ঘেরে

এখন সময়: বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৫:১৫:২৭ এম

বিএম আলাউদ্দীন, আশাশুনি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বুধহাটা টু চাম্পাফুল সড়কে খাদ্য অধিদপ্তরের চালবাহী ট্রাক উল্টে রাস্তার পাশে মৎস্য ঘেরে গিয়ে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শোভনালী ব্রিজ এর পরের কালভার্ট সংলগ্ন এলাকায় এ চালবাহী ট্রাকটি ইঞ্জিন ভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। স্থানীয়রা জানান, যশোর-ট (১১-১১৯৩) ট্রাকটি সাতক্ষীরা থেকে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানে বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের চাল নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানকে সাইড দিতে গিয়ে চাকা বসে ট্রাকটি উল্টে পাশের মৎস্য ঘেরে গিয়ে পড়ে। চালবাহী ট্রাকটিতে প্রতি বস্তায় ৩০ কেজি করে ৬০০ বস্তা (যার ওজন ১৫/১৬ টন) চাল ছিলো। স্থানীয়রা আরও জানান, বর্তমানে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চাপড়া বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অধিকাংশ মালবাহী যানবাহন এই রাস্তা  দিয়ে যাতায়াত করেন। এদিকে এ সড়কটির কিছু অংশ ওভার লোডের কবলে পড়ে বেহাল দশায় পরিণত হলেও সংস্কারের তেমন কোন সাড়া মেলেনি। ক্রমবর্ধমান এসব দূর্ঘটনা রোধে বুধহাটা টু চম্পাফুল রাস্তার বেউলা মায়ার বাড়ি হতে চম্পাফুল পর্যন্ত সড়ক সংস্কার জরুরি বলে স্থানীয়রা জানান।