Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সকালে আশা বিকেলে হতাশা, তবুও লীড বাংলাদেশের

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৪:২৭:৫৯ এম

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টে (রোববার) দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীর পেস আক্রমণে বিপদে পড়েছে টাইগাররা। ১৯ ওভার ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এতে অবশ্য ৮৩ রানের লিড নিয়েছে দেশের ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত (০) ও সাদমান ইসলামকে (১) ফিরিয়ে দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। মুমিনুল হককে (০) বিদায় করেছেন হাসান আলী। শাহীন শাহ আফ্রিদির বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ১২* রান নিয়ে ক্রিজে টিকে আছেন মুশফিকুর রহিম। সুবাদে তামিম ইকবালকে হটিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৮* রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ইয়াসির আলী। বল হাতে দ্বিতীয় দিন সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। তবে তৃতীয় দিনেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। দিনের শুরু থেকেই স্পিন বিষ ছড়াতে থাকেন তাইজুল ইসলাম। তাতে নীল হয়ে গেলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। তারকা এ স্পিনার একাই শিকার করেন ৭ উইকেট। তাইজুলের স্পিন ভেলকিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৫.৪ ওভারে ২৮৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এতেই প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পেয়েছে টাইগাররা। তৃতীয় দিনের শুরুতেই বল হাতে জ্বলে উঠেন তাইজুল ইসলাম। স্পিন জাদুটা ধরে রেখে তাইজুল বিদায় করে দেন সেঞ্চুরিয়ান আবিদ আলীকে। ২৮২ বলে ১২ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৩৩ রান ফিরে গেছেন এ ওপেনার। তার আগে ৫ রান করে এবাদত হোসেনের এলবিডব্লিউর শিকার হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পরে ১২ রান করে তাইজুলের বলে আউট হয়েছেন হাসান আলী। তাইজুল ইসলামের পর পাকিস্তানের উইকেটে ছোবল দেন মেহেদী হাসান মিরাজ। বিদায় করেন তিনি বাবর আজমকে। বোল্ড হয়ে ফেরার আগে পাকিস্তানের এ ক্যাপ্টেন করেন ১০ রান। পরে ৮ রান করা ফাওয়াদ আলমকে আউট করেন তাইজুল ইসলাম।  তার আগে আব্দুল্লাহ শফিক ফিফটি নিয়েই সন্তুষ্ট থাকেন। পাননি সেঞ্চুরির দেখা। তবে ভুল করেননি আবিদ আলী। চমৎকার এক সেঞ্চুরি ছিনিয়ে নিয়েছেন এ ওপেনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক। দ্বিতীয় দিন কোনো উইকেট পায়নি বাংলাদেশ। তৃতীয় দিনের সকালেই পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। ১৬৬ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের দাপুটে এক ইনিংস খেলে ফিরে গেছেন শফিক। আর গোল্ডেন ডাক মেরেছেন ওয়ান ডাউনে নামা আজহার আলী। দুজনেই তাইজুলের স্পিন জাদুতে এলবিডব্লিউর শিকার হন। শেষ দিকে দলীয় স্কোরে ৩৮ রান যোগ করেন ফাহিম আশরাফ। ৪৪.৪ ওভারে ১১৬ রান দিয়ে তাইজুল ৭ উইকেট নেন। একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট পান এবাদত হোসেন। ৫৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে ৯৩ অপরাজিত ছিলেন আবিদ আলী। তাকে সঙ্গ দিয়ে ৫২ রানে অপরাজিত থেকে যান আব্দুল্লাহ শফিক।  লিটন দাসের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৩০ রানের পুঁজি গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।সংক্ষিপ্ত স্কোর- পাকিস্তাম ১ম ইনিংস: ২৮৬/১০ রান (আবিদ আলী ১৩৩, আব্দুল্লাহ শফিক ৫২, ফাহিম আশরাফ ৩৮, হাসান আলী ১২, বাবর আজম ১০; তাইজুল ইসলাম ৭/১১৬, এবাদত হোসেন ২/৪৭)। বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩০/১০ (লিটন ১১৪, মুশফিক ৯১, মেহিদ হাসান মিরাজ ৩৮; হাসান আলী ৫/৫১, ফাহিম আশরাফ ২/৫৪, শাহিন শাহ আফ্রিদি ২/৭০)। এবং ২য় ইনিংস: ৩৯/৪ রান (সাইফ হাসান ১৮, মুশফিকু রহিম ১২*, ইয়াসির আলী ৮*)। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড মাত্র ৮৩ রান। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)