Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের সমাবেশ

এখন সময়: শুক্রবার, ১৮ এপ্রিল , ২০২৫, ০৮:০৬:০৬ পিএম

নরিাপদ সড়ক ও গণপরবিহনে শক্ষর্িাথীদরে হাফ (র্অধকে) ভাড়ার দাবতিে বরশিালে বক্ষিোভ সমাবশে ও মছিলি অনুষ্ঠতি হয়ছে।ে সমাজতান্ত্রকি ছাত্রফ্রন্ট বরশিাল মহানগর শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডরে অশ্বনিী কুমার হলরে সামনে এই বক্ষিোভ অনুষ্ঠতি হয়। 

সমাজতান্ত্রকি ছাত্রফ্রন্টরে জলো সভাপতি সাগর দাসরে সভাপতত্বিে বক্ষিোভ সমাবশেে বক্তব্য রাখনে মহানগর শাখার সহ-সভাপতি হাফজিুর রহমান রাকবি, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বজিন সকিদার এবং সরকারি মহলিা কলজে শাখার সংগঠক অদতিি ইসলাম। 

বক্তারা নরিাপদ সড়ক নশ্চিতি করাসহ গণপরবিহনে শক্ষর্িাথীদরে হাফ (র্অধকে) ভাড়ার সরকারী প্রজ্ঞাপন দাবি করনে। 
সমাবশেরে আগে একই দাবতিে অশ্বনিী কুমার হলরে সামনে থকেে একটি বক্ষিোভ মছিলি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি শষেে ফরে অশ্বনিী কুমার হলরে সামনে গয়িে শষে হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)